ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ১০:৫৯ পূর্বাহ্ন

ভর্তি জালিয়াতি মামলায় রাবি ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, October 4, 2023 - 7:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ভর্তি জালিয়াতির অভিযোগে হওয়া মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বহিস্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে জালিয়াতির একাধিক মামলা ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলসহ বিভিন্ন পরীক্ষায় ভর্তি জালিয়াতি ও অপহরণের অভিযোগে রাজশাহী নগরীর বিভিন্ন থানায় রাবি শাখা ছাত্রলীগ নেতা তন্ময়ের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

এসব অভিযোগে গত আগস্ট মাসে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। তন্ময় শাখা ছাত্রলীগের ২৫তম কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে একই অভিযোগে ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট, শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ এবং শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার এবং ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার হয়েছেন তারা। কিন্তু মামলার প্রায় ছয় মাস হলেও তাদের গ্রেফতার করা হয়নি। ডিবি পুলিশের তত্বাবধানে থাকা এক মামলার অগ্রগতি সম্পর্কে বিভিন্ন সময় জানতে চাইলে তেমন কোন তথ্য দেননি তারা।

সোনালী/জেআর