ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:৫৬ পূর্বাহ্ন

রাজশাহী নগরীতে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

  • আপডেট: Tuesday, October 3, 2023 - 6:00 pm

স্টাফ রিপোর্টার: নগরীর খড়খড়ি এলাকার মোসলেমের মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া একটি ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের নাম তাজিম উদ্দিন (৫৪)।

তিনি নগরীর শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া এলাকার বাসিন্দা।  মঙ্গলবার দুপুরের দিকে খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁটাখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মার্গে পাঠায়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুরে নিজের ভ্যান নিয়ে খড়খড়ি এলাকার মোসলেমের মোড়ে ভাড়ার জন্য দাঁড়িয়েছিলেন তাজিম উদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তাজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

ওসি জাহাঙ্গীর আলম আরও জানান, ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বর্তমানে ট্রাকচালককে শনাক্ত করে তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান, কাঁটাখালী থানার এই পুলিশ কর্মকর্তা।

সোনালী/জেআর