ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৪ অপরাহ্ন

শুভ জন্মদিন জেমস

  • আপডেট: Monday, October 2, 2023 - 1:10 pm

অনলাইন ডেস্ক: জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। তাঁর বাবরি দোলানো গানের তালে মেতে ওঠে যুবক মন। তাঁর কনসার্টগুলোতে জেগে ওঠে ভালোবাসার উদ্দীপনা। জেমস এমনই। জেমস মানে উন্মাতাল সুর। আমাদের নগরবাউল, ভক্তদের কাছে ‘গুরু’। তাই তো তিনি ভক্তদের গানে গানে বলেছেন, ‘আমি তোমাদেরই লোক।’

তিনি যখন মঞ্চে ওঠেন, তখন তাঁকে যতটা কাছের মনে হয়, মঞ্চ ছাড়তেই হয়ে যান ততটা দূরের। কেমন আছেন এ দেশের রক লিজেন্ড জেমস– জানতে চাইলে বলেন, ‘আমি ভালো আছি।’ আজ খ্যাতিমান এই কণ্ঠশিল্পীর জন্মদিন।

প্রতিবছরই দিনটি জেমসের শুরু হয় ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা এবং উপহার পাওয়ার মধ্য দিয়ে। বরাবরের মতো এবারের জন্মদিনেও নিজ থেকে কোনো আয়োজন করছেন না জেমস। তিনি বলেন, ‘বরাবরের মতো এবারও জন্মদিনে কোনো আয়োজন করছি না। তার পরও সবার ভালোবাসা আর শুভেচ্ছায় দিনটি কাটে।’ নিজের ফেলে আসা জীবনকে জেমস কীভাবে দেখেন?

জেমস বললেন, ‘ঘুরে তাকানোর মতো সময় নেই। আরও অনেক কাজ করতে চাই। তবে হ্যাঁ, কোনো একসময় নিশ্চয়ই এই চলার পথে একবার ঘুরে দেখব জীবনটাকে। যে জার্নিটা করেছি, চলার পথের স্ট্রাগল ফিরে দেখতে চাই। নাইট ক্লাবে গাইতাম, আবার বিয়ের অনুষ্ঠানেও গাইতে হতো। এই এক জীবনে সবই আনন্দের সঙ্গে করেছি।’

সোনালী/জেআর