ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

মাতৃত্বকালীন বিরতির পর যে কাজে ফিরলেন পরীমণি

  • আপডেট: Monday, October 2, 2023 - 12:22 pm

অনলাইন ডেস্ক: মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে একের পর এক কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন পরীমণি। এই তো ক’দিন আগে ‘ডোডুর গল্প’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। এবার জানালেন নতুন আরও একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার খবর।

যে সিরিজটি নির্মাণ করবেন অনম বিশ্বাস। ক’দিন আগেই তার নির্মিত ‘ভাইরাস’ ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সেপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচনাও তৈরি করে। এবার তিনিই বানাচ্ছেন পরীকে নিয়ে নতুন সিরিজ।

সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি। নায়িকা নিজেই এতে চুক্তিবদ্ধের খবর নিশ্চিত করেছেন। রোববার ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবিও প্রকাশ করেছেন পরী।

জানা গেছে, ভালবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে নির্মিত হচ্ছে এই সিরিজ।

সোনালী/জেআর