ঢাকা | নভেম্বর ১৯, ২০২৪ - ২:২৬ পূর্বাহ্ন

ভুলতে পারার মতো ভালো কিছু নেই

  • আপডেট: Monday, October 2, 2023 - 8:00 am

রাজীব কুমার দাশ

বদ্বীপের অপ্রেমিক জানো কী?

বড়দের খাবার তোমার সেরেলাক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্টমর্টেম খাতায় বছরান্তে ইচ্ছেমৃত্যু বেছে নেয় কতজন প্রেমিক?

কিছু মনে করো না

পরিসংখ্যান বলছে – এই স্বাধীন সার্বভৌম

দেশে প্রতি বছর কমপক্ষে তের হাজার থেকে

চৌষট্টি হাজার মানুষ আত্মহত্যা করছে।
গবেষণ মনে কেউ কেউ অপাকৃত মৃত্যুর একটি সাধারণ কারণ: দীর্ঘমেয়াদি সামাজিক সমস্যা চালিয়ে দিয়ে দায়িত্ব এড়াতে চাইছে।

ডাক্তার সাহেব মৃত্যুর প্রকৃত কারণ সরকারি কলমে

আত্মহত্যা হিসেবে চুড়ান্ত মতামত দিয়ে

ল্যাঠা চুকিয়ে দিয়েছে।
আত্মীয় অনাত্মীয় পরিবার সমাজ প্রেতাত্মা আততায়ী

আতঙ্ক মনে ঝাঁড়ফুক তুকতাক দোয়া মন্ত্র

উচ্চারণের একক নিয়মে

প্রেতাত্মা তাড়াও আন্দোলনে যোগ দিয়েছে
চশমখোর অপ্রেমিকের দল

ঘাড় ঘুরিয়ে দেখো

তোমাদের স্বার্থান্ধ হৃদয় মেশিনগানের

ছোঁড়া হতাশা গ্লানি ঠা ঠা গুলি বিদীর্ণ করে দিয়েছে বদ্বীপের আকাশ কাঁদে বিমলা দুপুর

বাতাসে ভেসে বেড়ায় অতৃপ্ত আত্মা কান্না ধ্বনি
হে অপ্রেমিক! তুমি কী জানো না?

কোনো কোনো

দেশের স্বাধীনতা সংগ্রাম প্রাকৃতিক দুর্যোগ মহামারিতে এত এত লোক মরেনি?
হে প্রেমিক

তুমি বেঁচে থেকো শুধু বেঁচে থেকো একমাত্র

বেঁচে থেকো

বেঁচে থাকা তোমার একমাত্র সম্বল

চাহিবামাত্র কারোর হাতে তুলে দেবে না অমূল্য সম্পদ হৃদয়খানি।
তুমি কী জানো না? শীতের দুঃখ ভুলে যেতে পারে বলেই বসন্তের কত আনন্দ!

তুমি কী জানো না?

ভুলতে পারার চেয়ে মহৎ কিছু নেই

চার্বাক চেতনায় জগতের মোহ মায়া ভুলে যেতে পারলেই হয়ে যায় –

একজন দার্শনিক ডায়োজিনিস মহামানব শ্রী চৈতন্য মহাপ্রভু

সুফি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি।
তুমি প্রেমিক

প্রেম হৃদয়ে তুমি বাঁচো বেঁচে থেকো বাঁচার শব্দে নীরবতায়

চলে যাও বনবাসী মনে মৌনতার খাণ্ডব বনে।
তুমি কী জানো না?

একবার খোয়া গেলে হৃদয়

আবেগের গাণিতিক সমাধানে শূন্য অনুরাগে চিরতরে পথ হারায়?
হে প্রেমিক!

অপ্রেমিক অকারণ অভিমান কষ্ট বড়ই

বেমানান

দোজখ নরকের দোহাই দিয়ে তোমার

লাশের উপর থুতু ছিটিয়ে অকাট্য ঘৃণাভরে যেভাবে

হেঁটে যায় অপ্রেমিকের দল;

তুমিও স্মৃতিখেকো ভাইরাস হয়ে সেভাবে তাদের ভুলে যাও।
ভুলে থাকার চেয়ে ভালো কিছু নেই

বাঁচার আয়োজনে ভুলে থাকাটাই একমাত্র সমাধান;

তবুও মরীচিমালী মরীচিকা প্রতিজ্ঞা গোলাপ

অট্টহাসি তোমায় কি ডাকছে?