ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে কিশোর গ্যাংয়ের ৩ জন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, October 1, 2023 - 5:12 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হল, জেলার শিবগঞ্জ উপজেলার ছোট চক দৌলতপুর গ্রামের মজিবুল রহমানের ছেলে মূলহোতা জীবন (২০), একই গ্রামর তৌহিদুর ইসলামের ছেলে মঞ্জিল ওরফে ছোটন (১৯) ও রজিবুলের ছেলে জিসান আলী (১৯)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার রাত ১০ টায় সময় জেলার শিবগঞ্জ থানাধীন দৌলতপুর উপরটোলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের লিডারসহ কিশোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে এন্টি কাটার, গাঁজা, গাঁজা সেবনের কলকিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

সোনালী/জেআর