ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৪ - ৮:০৯ অপরাহ্ন

রাজশাহীসহ বিভিন্ন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • আপডেট: Saturday, September 30, 2023 - 7:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার নগরীর বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জয়া মারিয়া পেরেরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, কন্যাশিশুর মধ্যেই বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা। তাই আজকের কন্যাশিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সার্বিক দিক বিবেচনায় কন্যাশিশুদের জন্য বিনিয়োগ হবে উত্তম বিনিয়োগ। সেই লক্ষ্যে কন্যাশিশুদের স্বাস্থ্য-পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতসহ তথ্য প্রযুক্তিতে এগিয়ে রাখতে এই ক্ষাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

পবা
পবা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মাহমুদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার। বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, বস্তি উন্নয়ন কর্মসংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান, পবা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আসিক ইকবাল। অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন পবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব। উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান পলাশসহ বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও’র সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রাণী পাল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, গণউন্নয়ন কেন্দ্র মান্দার প্রজেক্ট অফিসার হাবীবুর রহমান প্রমুখ।

গোমস্তাপুর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর মডেল প্রেসক্লাব সভাপতি আঃ সালাম তালুকদার, তাসনীম তানহা, আবৃত্তি কারক সিফাত আরা প্রমুখ।

সোনালী/জেআর