ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৬:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে জয়ের অধ্যাপক হওয়ার খবরটি ‘গুজব’

  • আপডেট: Saturday, September 30, 2023 - 11:00 pm

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- সম্প্রতি এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে খবরটি সম্পূর্ণ গুজব বলছে আওয়ামী লীগ।

শনিবার রাত ৯টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘গুজব থেকে বিরত থাকুন। বিএনপি গুজব সেল সুকৌশলে সজীব ওয়াজেদ জয়কে বিতর্কিত করতেই এমন গুজব ছড়িয়েছে।’

এদিকে, ফেসবুক ফটো কার্ডের নিচে অনেকে কমেন্টে আওয়ামী লীগের মনিটরিং বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। আল-আমিন নামে একজন লিখেছেন, ‘আমাদের কিছু লোকজন গুজব ছড়াইতে যতোটা আগ্রহী, সরকারের উন্নয়ন মূলক কাজ প্রচার করতে ততটাই নিরুৎসাহি।’

সাদ্দাম বিন ইসমাইল নামে আরেকজন লিখেছেন, ‘শুধু শুধু বিএনপিকে দোষারোপ করলেন, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরাও এমন পোস্ট দিতে দেখেছি। তবে সতর্ক করে, সত্য তুলে ধরার জন্য অভিনন্দন।’

শনিবার রাতে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।’

সোনালী/জেআর