ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত

  • আপডেট: Saturday, September 30, 2023 - 5:19 pm

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাতিজা সাগর আহমেদ জালাল (৩৫) কে গ্রেপ্তার করেছে।

শনিবার সকালে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মরহুম সেকেন্দার আলীর ছেলে এবং ঘাতক সাগর আহম্মেদ জালাল সম্পর্কে তার ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৬ টার দিকে মোসলেম উদ্দিনের সাথে তার ভাতিজা জালালের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতণ্ডা ও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনালী/জেআর