ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, September 30, 2023 - 5:32 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজের ৩ দিন পর রুবেল আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগাডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী-গোয়ালডুবি এলাকা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার দুপুরে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বান্নাপাড়া এলাকায় এক নৌকাডুবির ঘটনায় এই যুবক নিখোঁজ হয়। মৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর গ্রামের এনামুল হকের ছেলে রুবেল আলী (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন থেকে নৌকাযোগে ঘর-বাড়ি নির্মাণের সামগ্রী ইট ও বাঁশ নিয়ে চারজন নারায়নপুর আসছিল।

নারায়নপুর ঘাটের কাছে হটাৎ নৌকাটি ডুবে যায়। এসময় তিনজন সাঁতারে পাড়ে উঠলেও রুবেল নিখোঁজ হয়। শনিবার সকালে গোয়ালডুবি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনালী/জেআর