ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১:০২ পূর্বাহ্ন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও মোহম্মদ আলী স্মরণে সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 30, 2023 - 6:59 pm

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর কমান্ডের উদ্যোগে সাবেক ছাত্রলীগ ও সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী স্মরণে শনিবার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধার রবিউল ইসলাম।

সোনালী/জেআর