ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:০২ অপরাহ্ন

পুলিশে ভিসা বিধিনিষেধের প্রভাব পড়বে না, বললেন আইজিপি

  • আপডেট: Tuesday, September 26, 2023 - 12:19 am

অনলাইন ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসা বিধিনিষেধে পুলিশের ওপর কোনো প্রভাব পড়বে না। এর ফলে পুলিশের ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না।

সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিভিন্ন ঘটনায় অবৈধ অস্ত্রের প্রদর্শনী চললেও পুলিশকে উদ্ধারে তৎপর দেখা যায়নি।

জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের বিষয়ে পুলিশের চিন্তাভাবনা আছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, যে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তৎপর হয়। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে সেটি উদ্ধার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে।

জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, অস্ত্র উদ্ধারে যে পরিকল্পনা, অভিযান সেটি আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এখন আমি সময়টা বলছি না।

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত মোটরসাইকেল আরোহী আইনজীবী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। পুলিশ জড়িয়েছে ডাকাতির ঘটনায়। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ঘটছে-এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, যখনই কোনো ঘটনা সংঘটিত হয়, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। কোনো ঘটনায় যদি আমাদের কোনো সদস্যও জড়িত থাকে তাহলেও আমরা ছাড় দিই না। আমরা তদন্ত করে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ঘটনা সংঘটিত হওয়ার পর আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আগেও নিয়েছি, এখনো নিচ্ছি। সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক দিক থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনের আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচন কমিশন নির্বাচনকালীন আমাদের ওপর যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।

সোনালী/জেআর