ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

  • আপডেট: Friday, September 22, 2023 - 9:22 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় রূপচাঁদা বলে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। প্রতিটি মাছের উজন প্রায় ৫০০-৮০০ গ্রাম। প্রতি কেজি মাছ বিক্রি করা হয় ২০০ টাকা।

শুক্রবার দুপুরে উপজেলার দিঘা বাজারে এই মাছ বিক্রি করতে দেখা যায় আবদুল লতিফ নামের এক ব্যবসায়ীকে।

উপজেলার দিঘা বাজারে বিক্রির জন্য হরেক রকম মাছের সঙ্গে পিরানহা নিয়ে বসেছেন মাছ বিক্রেতা। প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করেন তিনি।

এ মাছ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন বিক্রি করছেন জানতে চাইলে বিক্রেতা আবদুল লতিফ বলেন, মাছ তো মাছই। এ মাছ নওগাঁর আত্রাই বাজারের আড়ৎ থেকে রূপচাঁদা মাছ জেনে ১৭ কেজি কিনেছি।

সেখান থেকে উত্তরা ট্রেনে আব্দুলপুর রেল স্টেশনে নেমে দিঘা বাজারে এসে বিক্রি করছি। অন্য মাছের তুলনায় দাম কম হওয়ায় বাজারে এ মাছের ভাল চাহিদা। এ মাছ খেলে কোনো ক্ষতি হয় না, জেনে বিক্রি করতে নিয়ে এসেছি।

তবে সরকারি ভাবে এ মাছ বিক্রি নিষিদ্ধ সেটা আমার জানা নেই।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো। এগুলো রাক্ষুসে স্বভাবের। এ মাছ জলজ প্রাণীদের খেয়ে ফেলে। এ কারণে সরকার ক্রয়-বিক্রয় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছেন।

সোনালী/জেআর