ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৪:৪০ অপরাহ্ন

হকি তারকা মিন্টু-শামীমের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

  • আপডেট: Thursday, September 21, 2023 - 9:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর কৃতি সন্তান জাতীয় হকি তারকা (রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত) প্রয়াত রবিউদ্দিন আহমেদ মিন্টুর ২৪তম এবং প্রয়াত শামীম রেজার ১৫তম মৃত্যুবার্ষিকীতে প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচি গ্রহণ করেছে বৈকালী সংঘ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান ছানার পাঠানো এক বার্তায় জানানো হয়, আগামীকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রবিউদ্দিন আহমেদ মিন্টু ও শামীম রেজার স্মরণে প্রথমে একটি শোক র‌্যালি বের করা হবে।

এরপর সকাল ১০ টা ৪৫ মিনিটে জাতীয় দুই হকি তারকাদের নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। সবশেষে বাদ আসর শহরের কাজিহাটা এলাকার ১ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।

উক্ত কর্মসূচিতে রাজশাহীর সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকসহ বৈকালী সংঘের সকলের অংশগ্রহণ একান্তভাবে কামনা করেছেন আয়োজকবৃন্দ।

সোনালী/জেআর