ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৩:৫১ পূর্বাহ্ন

শহিদ রিমু দিবস আজ

  • আপডেট: Tuesday, September 19, 2023 - 12:00 am

স্টাফ রিপোর্টার: সশস্ত্র ছাত্র শিবির ক্যাডারদের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রমৈত্রীর নেতা শহিদ জুবায়ের চৌধুরী রিমুর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর শিবিরের হাতে রাবির শের-ই-বাংলা হলে নির্মমভাবে নিহত হন ছাত্রমৈত্রীর তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি জুবায়ের চৌধুরী রিমু। এরপর থেকেই দিনটিকে শহিদ রিমু দিবস হিসেবে পালন করে আসছে ছাত্রমৈত্রী।

রাজশাহীতে আজ শহিদ রিমু দিবস পালন করতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে রিমুর ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করতে আজ সকাল ১০টায় রাবির দলীয় টেন্ট থেকে একটি শোক র‌্যালি বের করা হবে।

এবারে রিমু দিবসে শিক্ষাঙ্গনে অসাম্প্রদায়িক; গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটানো, বৈষম্যহীন শিক্ষানীতি বাস্তবায়ন করা, শিক্ষায় সাম্প্রদায়িকতাকরণ প্রতিহত করা, জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতিকে আইন করে নিষিদ্ধ করার ডাক দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রমৈত্রী।

সোনালী/জগদীশ রবিদাস