ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৬:০৭ পূর্বাহ্ন

ওয়ার্কার্স পার্টির নেতা জলিলের মায়ের মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Tuesday, September 19, 2023 - 5:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সদস্য আব্দুল জলিলের মা আজিমন বিবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

গতকাল সোমবার বিকাল পাঁচটায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃ‌ত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় তানোর উপজেলার চাপড়া গ্রামে তার জানাজার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

এদিকে, আব্দুল জলিলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

গতকাল সোমবার রাতে এক শোক বার্তায় তিনি আজিমন বিবির আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরদিকে পৃথক শোক বার্তায় রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল ও সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা জেলা কমিটির পক্ষ থেকে আব্দুল জলিলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তারাও আজিমন বিবির রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জগদীশ রবিদাস