ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১২:৫৫ পূর্বাহ্ন

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

  • আপডেট: Monday, September 18, 2023 - 9:45 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মহাসড়কের পাশে দুর্ঘটনা কবলিত এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীকে (৪৫) উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ওই নারী চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় তারা ওই লাশের পরিচয় শনাক্তে কাজ করছেন।

সোমবার ভোর রাতের যে কোনো সময় উপজেলার বিড়ালদহ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার ভোররাতে দুর্ঘটনার বিষয়ে বিড়ালদহ এলাকার লোকজন স্টেশনে ফোন করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত মুমূর্ষু অবস্থায় ওই অজ্ঞাত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। এখনো পর্যন্ত তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।

হয়ত রাতে সড়ক পারাপারের সময় কোনো গাড়ি চালক তাকে মেরে দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। আপাতত লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হবে।

পরে কোনো পরিচয় না পেলে তাকে আঞ্জুমান মফিদুল এর মাধ্যমে দাফন করা হবে।

সোনালী/জেআর