ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:০২ পূর্বাহ্ন

বগুড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, September 18, 2023 - 9:06 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরে শেফা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার গোদারপাড়া তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার স্টোররুম থেকে লাশটি উদ্ধার করা হয়। শেফা আক্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দীন। তিনি জানান, শেফা হাফেজিয়া মাদ্রাসাটিতে গত চার বছর ধরে পড়ছিল।

সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ স্টোররুমে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরিদর্শক ফইম উদ্দিন বলেন, সুরহতালে শেফার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। এই ঘটনায় তদন্ত চলছে।

সোনালী/জেআর