ঢাকা | মে ১২, ২০২৫ - ৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬

  • আপডেট: Friday, September 15, 2023 - 7:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত মকবুল (৭৫) রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে (ডেঙ্গু ওয়ার্ড) ভর্তি ছিলেন। গত ১১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১মিনিটে তার মৃত্যু হয়।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন রামেক হাসপাতালে। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৪৬ জন। শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট আটজনের মৃত্যু হলো। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ৪৩৩ জন রোগী।

এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮২৯ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৭৯ জন। বর্তমানে আরও ১৪৬ জন রোগী ভর্তি আছেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS