ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ১:৩৯ অপরাহ্ন

সাহেব বাজারে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

  • আপডেট: Friday, September 15, 2023 - 6:00 pm

স্টাফ রিপোর্টার: বাজারে তিন পণ্যের সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে  শুক্রবার রাজশাহী মহানগরীর সাহেববাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

তবে ভোক্তা অধিকারের এ অভিযানের আগে পরে আগের রূপেই ছিল পেঁয়াজ আলু ও ডিমের দাম।

শুক্রবার দুপুরে সাহেববাজার এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারে অভিযানের সময় আলু ও পেঁয়াজের মূল্য তালিকা প্রর্দশন না করায় দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকিদের সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার গত বৃহস্পতিবার আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছে।

আর সেই দাম নিশ্চিতের জন্যই আজকে বাজারে অভিযান চালানো হয়েছিল। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রথম দিনের অভিযানে নগরীর সাহেব বাজারে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় মেসার্স টুটুল এন্টারপাইজকে ৫০০ টাকা ও অমিন টেডার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকিদেরকেও সতর্ক করে দেয়া হয়।

সোনালী/জেআর