ঢাকা | মে ৯, ২০২৫ - ৭:১৩ অপরাহ্ন

শিরোনাম

কানাডায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি ছাত্রী নিহত

  • আপডেট: Friday, September 15, 2023 - 6:59 pm

অনলাইন ডেস্ক: কানাডায় গাড়ির ধাক্কায় ফাইরুজ শাফিন মুনমুন নামক একজন বাংলাদেশি মেধাবী ছাত্রী নিহত হয়েছে। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫মিনিটে দেশটির ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ফাইরুজ শাফিন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে মুনমুনের মৃত্যু হয়।

তবে গাড়ির অতিরিক্ত গতি বা চালকের অ্যালকোহল পানে এ দুর্ঘটনা ঘটেনি। গাড়ি চালানোর সময় চালকের চোখে সূর্যের আলো পড়ায় তিনি দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাবা-মা দুজনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS