ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৬:৫৪ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির নেতা আদিলের মায়ের মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Friday, September 15, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সভাপতি আদিলুজ্জামান আদিলের মা এহেনুর খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

আজ শুক্রবার দুপুর একটায় শহরের হড়গ্রামস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছয় ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, আদিলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরদিকে, পৃথক আরেক শোক বার্তায় মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু মহানগর কমিটির পক্ষ থেকেও এহেনুর খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জগদীশ রবিদাস