বাঘায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঘা প্রতিনিধি: বাঘায় হেরোইন ও চাইনিজ কুড়ালসহ মাদক ব্যবসায়ী আশিক রানাকে(২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর অপারেশন একটি দল।
বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আশিক রানা উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
রাজশাহী র্যাব-৫ এর মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশিক রানা দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে মাদকদ্রব্য রেখে ক্রয় বিক্রয় করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন ও ৪টি দেশিয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ৬টি মামলার এজাহারভুক্ত আসামি।
তার নামে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘা থানার ওসি খায়রুল ইসলাম।
সোনালী/জেআর