ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:৫৯ পূর্বাহ্ন

বাঘায় বিয়ের আগের দিন দুর্ঘটনায় বর নিহত

  • আপডেট: Thursday, September 14, 2023 - 9:15 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় বর জুয়েল রানা (২৪) নিহত হয়েছেন। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ।

এমন সময় খবর এল সড়ক দুর্ঘটনায় মারা গেছে হবু বর জুয়েল রানা। জুয়েল রানা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর বান্দা বটতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জানা যায়, জুয়েল রানা বৃহস্পতিবার দুপুরে মাথার চুল কাঁটাতে বিনোদপুর বাজারে গিয়ে ছিলেন। চুল কাঁটিয়ে বিকাল ৩ টার দিকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন।

তিনি বাঘা-চারঘাট মহাসড়কের বিনোদপুর সাজির বটতলা এলাকায় পোঁছালে অপর দিক থেকে আসা ভুডভুটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় সে রাস্তার ওপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।

জুয়েল রানার পিতা গোলাম মোস্তফা জানান, শুক্রবার একই উপজেলার মীরগঞ্জ গ্রামে রতজলু মেম্বারের ভাতিজির সঙ্গে জুয়েল রানার বিয়ের অনুষ্ঠান ছিল। বাড়িতে প্রস্তুতি ও শেষ পর্যায়ে। বিনোদপুর বাজার থেকে মোটরসাইকেলে নিয়ে নিজ বাড়ি ফেরার পথে ভুটভুুটির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিস ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাঘা থানায় দেয়া হয়েছে।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

সোনালী/জেআর