১৫ দলের সমন্বয়ে প্রগতিশীল ইসলামী জোট
অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ১৫টি ইসলামী ও সমমনা ভাবধারার রাজনৈতিক দলের সমন্বয়ে ‘প্রগতিশীল ইসলামী জোট’ গঠিত হয়েছে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়ালের নেতৃত্বে জোটটি আত্মপ্রকাশ করে।
জোটের অন্যান্য শরীক দলগুলো হলো- নেজামে ইসলাম, গণ আজাদী লীগ, তরিকত ফ্রন্ট, ডেমোক্রেটিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, জনমত পার্টি, জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি), ইসলামী লিবারেল পার্টি, জনতার কথা বলে, স্বাধীন পার্টি, গণতন্ত্র মানবিক পার্টি, সাধারণ ঐক্য আন্দোলন, ইসলামিক গণতান্ত্রিক লীগ এবং ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম।
অনুষ্ঠানে এম এ আউয়াল বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে প্রগতিশীল, ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে দেশি-বিদেশি চক্রান্ত রুখে দিতে প্রস্তুত। আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কার্যক্রম শুরু করেছি।
সোনালী/জেআর