ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের মাঝে শাপলার গাছের চারা বিতরণ

  • আপডেট: Thursday, September 14, 2023 - 5:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে শিশু শিক্ষার্থীদের প্রতিজনকে বনজ ও ফলজ দুটি করে মোট ১৬৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংস্থা কর্তৃক গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেন।

 

সোনালী/জেআর