ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫৮ পূর্বাহ্ন

শহরে গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • আপডেট: Thursday, September 14, 2023 - 8:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি আরিফ হোসেন সজল (৩০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মিরেরচক সাধুর মোড়ের গিয়াস মন্ডলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর অনুমান ২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাধুর মোড় মিরেরচক এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম দুপুর ২:২০ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড় মিরেরচক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরিফ হোসেন সজলকে তার বাসা হতে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

সোনালী/জেআর