ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৫:৫১ অপরাহ্ন

তানোরে ৫টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

  • আপডেট: Thursday, September 14, 2023 - 10:00 pm

তানোর প্রতিনিধি: তানোর উপজেলা ৫টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। গ্রামগুলো হলো, তানোর পৌর এলাকার ধানতৈড়, মুন্ডমালা পৌর এলাকার মাহালী পাড়া, পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর, সরনজাই ইউপির সরকার পাড়া ও তালন্দ ইউপির দেবিপুর গ্রাম।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের উদ্যোগে আলোচনা সভা ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ও উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৫ টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, মুন্ডমালা পৌরসভার প্যানেল মেয়র বাবলু, সরনজাই ইউপির প্যানেল চেয়ারম্যান সইবুর রহমান প্রমুখ।

এসময় তানোর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, ফাদার, উপকার ভোগীসহ ওই ৫টি গ্রামের দলনেতাসহ গ্রামবাসী ও বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন ও ওয়ার্ল্ড ভিশন তানোর অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর