ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:৪৪ অপরাহ্ন

নওগাঁর সাত মাদ্রাসা প্রধানকে শোকজ

  • আপডেট: Thursday, September 14, 2023 - 9:00 pm

নওগাঁ প্রতিনিধি: চলতি বছরের দাখিল পরীক্ষায় ১০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় নওগাঁর সাত মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।

এসব মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন কেন বন্ধ করা হবে না, জানতে চেয়ে এ নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান প্রধান জানান, রোববার তারা নোটিশ পেয়েছেন।

নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- পত্নীতলার ছোট মহারান্দি টেকনিক্যাল দাখিল মাদ্রাসা, নির্মল দারাজিয়া দাখিল মাদ্রাসা, দিবর সিদ্দিকী নগর দাখিল মাদ্রাসা, ফরিদপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা, রানীনগর উপজেলার পাঁচুপুর আলিম মাদ্রাসা, ভেটি সিনিয়র ফাজিল মাদ্রাসা ও রাজাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা।

অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, মাদ্রাসাগুলোর কম পাসের হার এমপিও নীতিমালা পরিপন্থি। এ ফলাফল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তাই মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের এমপিও সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দিতে বলা হয়েছে।

অকৃতকার্য শিক্ষার্থীদের অধিকাংশই গণিত বিষয়ে ফেল করেছে বলে জানা যায়। শিক্ষক সঙ্কটের জন্য এই ফল বিপর্যয় ঘটেছে বলে কিছু প্রতিষ্ঠানপ্রধান দাবি করেছেন।

সোনালী/জেআর