নাটোরে ঝুপড়ি ঘরে রক্তাক্ত মরদেহ: পুলিশের ধারণা, ইট মেরে হত্যা
অনলাইন ডেস্ক: নাটোর নির্মাণাধীন এক ভবনের পাশে একটি ঝুপড়ি ঘর থেকে আকবর আলী নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকবর আলী একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আকবর আলী অসুস্থ। তিনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলতেন। আজ সকালেও তিনি বাড়ি থেকে বের হন।
পরে দুপুরে বনবেলঘরিয়া এলাকায় একটি মসজিদের পেছনে নির্মাণাধীন এক ভবনের পাশে একটি ঝুপড়ি ঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
সোনালী/জেআর