ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:৫২ পূর্বাহ্ন

চাঁপাইয়ে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, সহপাঠী নিখোঁজ

  • আপডেট: Wednesday, September 13, 2023 - 10:00 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ শিশু নদীতে গোসলে যায়। তিনজন সাঁতরে তীরে উঠলেও ডুবে মারা যায় লিজা খাতুন। এখনও নিখোঁজ রয়েছে তার সহপাঠী নাঈমা খাতুন।

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত লিজা খাতুন ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। নিখোঁজ নাঈমা বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে।

আজ সকাল ১১টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা, নাঈমাসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে লিজার মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ রয়েছে নাঈমা।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী জানান, নিখোঁজ নাঈমা খাতুনকে উদ্ধারে অভিযান কাজ চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে লিজার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোনাল/জেআর