নাটোরে খেলা দেখার সময় ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু
অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় দাঁড়িয়ে খেলা দেখার সময় বুকে ফুটবলের আঘাতে শুকার আলী (৪৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কলম আলিম মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।
শুকার আলী উপজেলার কলম পুন্ডরী গ্রামের মৃত লোবার প্রামাণিকের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুকার আলী জমিতে কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন।
এ অবস্থায় বাড়ির পাশেই কলম আলিম মাদরাসায় কয়েকজন কিশোরকে ফুটবল খেলতে দেখে তিনি খেলা দেখার উদ্দেশ্যে গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকেন।
এ সময় জাল না থাকায় বল গোলপোস্ট ভেদ করে তার বুকে গিয়ে আঘাত করে।
এঘটনায় মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তারপর হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়। পরে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
সোনালী/জেআর