কলকারখানা চালুসহ ন’দফা দাবিতে শহরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: অত্যাবশ্যক পরিসেবা বিল প্রত্যাহার, জাতীয় ন্যুনতম ২০ হাজার টাকা মজুরি ঘোষণা, রাজশাহীর বন্ধ পাটকল, বস্ত্রকল, রেশম কারখানা ও চিনিকল পূর্ণভাবে চালুসহ ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী-মহানগর শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ।
শনিবার নগরীর গণকপাড়া মোড়ে মানববন্ধন কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ এ দাবি জানান। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী স্কপের আহবায়ক ও রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব ওয়ালী খান। মানববন্ধন পরিচালনা করেন স্কপের যুগ্ম আহবায়ক শামসুল আবেদিন।
বক্তব্য রাখেন রাজশাহী জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইনসাব ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজশাহী জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন, জাতীয় শ্রমিক লীগ মহানগর সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ন্যাপ রাজশাহী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু প্রমুখ। সমাবেশে শ্রমিক নেতা সেরাজুর রহমান খান ও শ্রমিক নেতা আইউব আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনালী/জেআর