ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

নাটোরে দ্রুত গতির ঘাতক বাইকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

  • আপডেট: Friday, September 8, 2023 - 3:00 pm

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা এস্কেন্দার আলী (৭১) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-লালপুর সড়কের নুরুল্লাপুর মাদ্রাসা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এস্কেন্দার আলী উপজেলার নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতির একটি মোটরসাইকেল এস্কেন্দার আলীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক এস্কেন্দার আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনালী/জেআর