ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৮:৩০ অপরাহ্ন

মান্দায় প্রায় দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • আপডেট: Friday, September 8, 2023 - 7:00 pm

অনলাইন ডেস্ক: নওগাঁর মান্দায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে জেলার মান্দা উপজেলার ঘাটকৈর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-শ্রী কাঞ্চন সরকার এবং তার স্ত্রী আরতি সরকার।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সোনালী/জেআর