রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা
অনলাইন ডেস্ক: সংগঠনের মধ্যে কোন্দল সৃষ্টি, নেতাকর্মীদের হেনস্থা ও মারধরের হুমকিসহ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটির একাংশ।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এমএ ওয়াজেদ মিয়া ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে চায়ের চায়ের দোকানে দলীয় নেতাকর্মীদের নিয়ে বসেছিলাম।
এসময় মতিহার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানার নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাকে হুমকি দিয়ে বলে, সানিনের রাজনীতি না করলে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাবে।’
মিঠু অভিযোগ করেন, ‘সানিন বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত, ছিনতাইকারী, চিহ্নিত আসামিদের টাকার বিনিময়ে নিয়ে এসে দলের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে।
কিছুদিন আগে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলীকে সানিনের নেতৃত্বে পার্টি অফিসে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’
তিনি বলেন, ‘সদস্য সচিব সানিনের এমন আচরণ এবং দলের মধ্যে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড দলের কার্যক্রমের পরিপন্থী।
এ কারণে আমরা সানিন এবং বহিরাগত রানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই ঘটনার পরও যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা গণপদত্যাগ করব।’
অভিযোগের বিষয়ে শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, ‘তাকে যে হুমকি-ধমকি দিয়েছে এটার প্রমাণ কী? আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সম্রাট আব্দুল লতিফ, এম এ তাহের রহমান, সদস্য শেখ নূর উদ্দিন আবীর, আবু সাঈদ, আবির হাসান হিমেল প্রমুখ।
সোনালী/জেআর