ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ১:৫৬ পূর্বাহ্ন

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, ছয় দিনে ৭৮ জনের মৃত্যু

  • আপডেট: Thursday, September 7, 2023 - 11:00 am

অনলাইন ডেস্ক: সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত বাড়ছে। গতকাল আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১১৫ জন।

চলতি মাসের ছয় দিনে ৭৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২১৪ জন।

হাসপাতালের তথ্যে দেখা যায়, প্রতিদিনই গড়ে দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৩ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৪ হাজার ৭৪৯ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৮ হাজার ২২৪ জন। ঢাকায় ৫৮ হাজার ৮৪১ এবং ঢাকার বাইরে ৬৯ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৭১ জনের মৃত্যু হয়েছে।