ঢাকা | মে ১১, ২০২৫ - ৯:১৪ পূর্বাহ্ন

কারাগারে অসুস্থ সু চি, সুচিকিৎসার অনিশ্চিয়তা

  • আপডেট: Wednesday, September 6, 2023 - 10:00 am

অনলাইন ডেস্ক: মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি অসুস্থ। তার চিকিৎসায় কারাগারের বাইরে থেকে চিকিৎসক আনার অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক সরকার।

সু চির অসুস্থতার বিষয়টি জানেন এমন একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নোবেল বিজয়ী অং সান সু চিকে হাসপাতালের একজন চিকিৎসকই চিকিৎসা দিচ্ছেন।

সূত্র জানান, সু চির দাঁতের মাড়ি ফুলে গেছে। তিনি ভালোভাবে খেতে পারছেন না। তার মাথা ঝিমঝিম করার সমস্যাও আছে, সেই সঙ্গে আছে বমি বমি ভাব। সূত্র গ্রেফতার হওয়ার ভয়ে তার নাম প্রকাশ করতে চাননি।

তবে সামরিক সরকারের মুখপাত্রের কাছে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

 

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS