ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:৩২ পূর্বাহ্ন

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট: Wednesday, September 6, 2023 - 9:15 pm

তানোর প্রতিনিধি: তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। দুই সন্তানের জননী ওই গৃহবধূর নাম অজুফা বিবি (৬২)। তিনি তানোর পৌর এলাকার সেন্দুকাই মহল্লার আমির হোসেনের প্রথম স্ত্রী।

বুধবার বিকালে সেন্দুকাই গ্রামস্থ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অজুফা। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, আমির হোসেনের দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো। এরই সূত্র ধরে আমির হোসেনের বড় স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, এনিয়ে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সোনালী/জেআর