ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

চারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িঘর ভস্মীভূত

  • আপডেট: Wednesday, September 6, 2023 - 7:55 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে চকগোচর গ্রামে মৃত ওসমান গণির ছেলে আছব আলীর বাড়িতে গরুর গোয়াল ঘরসহ তিনটি ঘরে আগুন লেগে ভস্মীভূত হয়েছে।

চারঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চকগোচর গ্রামে আছব আলীর বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।

এ ঘটনার সংবাদ পেয়ে চারঘাট ফারায় সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয় বলে চারঘাট ফায়ার সার্ভিস কেন্দ্রের স্টেশন ইনর্চাজ মোজাম্মেল হক বলেন। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এস এম শামীম আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছিলো। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ভাবে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

সোনালী/জেআর