ঢাকা | মে ১৪, ২০২৫ - ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম

আজ শুভ জন্মাষ্টমী

  • আপডেট: Wednesday, September 6, 2023 - 5:00 am

অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ। শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।

তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবে। এ তিথি কাল বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হবে।

শাস্ত্রমতে, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মাঝে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে আজ সাধারণ ছুটি। আজ বুধবার ও শুক্রবার দুই দিনব্যাপী জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি।

আজ সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শুরু হবে। বিকাল ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মূল শোভাযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম।

রাতে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে কৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে শুক্রবার বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এর উদ্বোধন করবেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। কাল বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে জন্মাষ্টমী উদযাপনের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালীমাতা মন্দিরে জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে সন্ধ্যায় অষ্টকালীন লীলা কীর্তন ও অষ্টোত্তর শতনাম পরিবেশন করা হবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS