ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

  • আপডেট: Wednesday, September 6, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজারস্থ শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিউ আখড়া) মন্দির থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হুনুমানজিউর আখড়ায় গিয়ে শেষ হয়। এর আগে মন্দিরের সামনে প্রায় ঘণ্টাব্যাপী ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ অন্যান্যরা।

রাবি: এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল পৌনে ৮টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সকাল সাড়ে ৮ টায় রাবি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা ও যজ্ঞানুষ্ঠান ও সকাল ৯টায় হয় পূষ্পাঞ্জলি। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক বিধান চন্দ্র দাস ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

সভায় মূল আলোচক ছিলেন খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক (অব.) তারাপদ ভৌমিক। রাবি কেন্দ্রীয় মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. রঞ্জন কুমার বর্মন। জন্মাষ্টমীর কর্মসূচিতে আরও ছিল বিকাল ৪টায় নাম সংকীর্তন এবং বিকাল ৫টায় সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পবা
পবা উপজেলার নওহাটায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নওহাটা পবা থানার সামনে থেকে র‌্যালি বের হয়ে নওহাটা কলেজ মোড় প্রদিক্ষণ করে নওহাটা কালিমাতা মন্দিরে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, নওহাটা পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু প্রমুখ।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে নওহাটা রাজরাজেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। পবা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সমর কুমার সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, পবা থানা অফিসার ইনচার্জ শেখ মোবারক পারভেজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার প্রমুখ।

নওগাঁ
নওগাঁ প্রতিনিধি জানান, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার নওগাঁ শহরের কালীতলায় শ্রী শ্রী বুড়া কালীমাতার পূজামণ্ডপ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ। পরে খাদ্যমন্ত্রী জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

পাঁচবিবি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটরে পাঁচববিতিে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা কন্দ্রেীয় বারোয়ারী মন্দরি চত্বরে অনুষ্ঠতি হয়। অনুষ্ঠান উদ্বোধন করনে বাংলাদশে হন্দিু, বৌদ্ধ খ্রস্টিান ঐক্য পরষিদরে প্রসেডিয়িাম সদস্য অ্যাড: নৃপন্দ্রেনাথ মন্ডল পপি।হিন্দু, বৌদ্ধ খ্রস্টিান ঐক্য পরষিদ উপজলো শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠতি আলোচনা সভায় সভাপতত্বি করনে উপজলো পূজা উদযাপন পরষিদরে সভাপতি শ্রী পরমশ্বের মাহাতো। সভায় প্রধান অতথিি হসিবেে বক্তব্য রাখনে, জয়পুরহাট-১ আসনরে সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বশিষে অতথিি উপজলো সহকারি কমশিনার (ভূম)ি মারুফ আফজাল রাজন, উপজলো আ.লীগ সভাপতি আবু বকর সদ্দিকি মন্ডল।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ ঠাকুরানী দূর্গা মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি ও উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্যামকিশোর দাস গোস্বামী এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যনাল আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার, পুলিশ সুপার ছাইদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মোদক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়। সভায় প্রধান আলোচক ছিলেন, রাজশাহী সিটি কলেজের সহযোগী অধ্যাপক শ্রী জয় কুমার দাস। আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘে এসে শেষ হয়। সেখানে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পাবনা
পাবনা প্রতিনিধি জানান, পাবনাতেও যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপন করেছেন কৃষ্ণ ভক্তরা।

এ উপলক্ষ্যে বুধবার পাবনার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালি বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটির আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,স,ম আব্দুর রহিম পাকন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি অজয় কুমার দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাদল চন্দ্র ঘোষের সঞ্চালনায় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক প্রলয় চাকী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি প্রভাষ ভদ্রসহ অনেকে।

সোনালী/জেআর