ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১২:৫৬ পূর্বাহ্ন

ব্যবসায়ীকে কুপিয়ে ‘হাত-পা’ বিচ্ছিন্ন, ইউপি সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, September 6, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: বগুড়া সদরের এক ব্যবসায়ীকে কুপিয়ে ‘হাত-পা’ বিচ্ছিন্নের ঘটনায় ইউপি সদস্য আলম শেখ (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার এরুলিয়া বানদিঘী চাতালের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলম শেখ এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও বানদিঘী ফকিরপাড়া গ্রামের মৃত লজি শেখের ছেলে।

এর আগে সোমবার রাত ১১টার দিকে বগুড়া সদরের এরুলিয়া বানদিঘী বাজারে আশিক সরকার নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন করে দুর্বৃত্তরা।

ধারালো অস্ত্রের আঘাতে আশিকের ডান হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন হয়ে যায়। আহত আশিক বানদিঘী ফকিরপাড়া গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে।

ঘটনার পর আশিকের বড় ভাই লালন সরকার মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেপ্তার ইউপি সদস্য আলম এ মামলার ৩ নম্বর আসামি।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এ ঘটনায় বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না।

আহত আশিক এখন ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আছেন। বুধবার সকালে গ্রেপ্তার আলমকে আদালত সোপর্দ করা হবে।

সোনালী/জেআর