ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

নাটোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট: Sunday, September 3, 2023 - 4:00 pm

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে মো. ওসমান গনি (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ওসমান গনি ওই এলাকার মো. আখের আলী প্রামাণিকের ছেলে। তিনি কদিমচিলান ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আজ সকাল সাড়ে ৯টা উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আওয়ামী লীগ নেতা হত্যার খবর নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। কী কারণে আর কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ।

সোনালী/জেআর