ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ

  • আপডেট: Friday, September 1, 2023 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিএনপির শোভাযাত্রা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার একজন শহিদ এএইচএম কামারুজ্জামান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই অভিযোগ করেছেন। ঘটনাটিকে ‘রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত’ উল্লেখ করে তারা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা যায়, শুক্রবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বাটার মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ওই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

আ’লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন; শোভাযাত্রা চলাকালীন সময়ে শহরের প্রধান সড়কগুলোতে লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ এএইচএম কামারুজ্জামান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নগর যুবলীগের সম্মেলনের ফেস্টুন ছিড়ে পদদলিত করতে থাকেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর ফেস্টুন ছিড়ে ফেলার একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

আগামী ২৬ সেপ্টেম্বর মহানগর যুবলীগের সম্মেলনে প্রার্থী হতে শহরের বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবিসহ ফেস্টুন লাগানো নাহিদ আক্তার নাহান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক! ব্যানার ফেস্টুনে আমাদের নাম থাকাটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে- ফেস্টুনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামান ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ছবিও আছে। ওদের উদ্দেশ্য আমরা নই। তাদের উদ্দেশ্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে আবমাননা এবং অসম্মান করা। তারা সেটিই করেছে।’

এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘বিএনপি’র মিছিল থেকে এর আগেও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিকে অবমাননা করা হয়েছে। এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনি পদক্ষেপের প্রস্তুতিও নেয়া হচ্ছে।’

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে।’

সোনালী/জেআর