ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:২৩ পূর্বাহ্ন

পুঠিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Thursday, August 31, 2023 - 6:45 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ১৩৬ বোতল ফেন্সিডিলসহ কুরবান শেখ (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সদস্যরা।

গ্রেফতারকৃত কুরবান শেখ বেলপুকুর ইউনিয়নের আগলা গ্রামের রেজাউল শেখ এর ছেলে। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ সদস্যরা বানেশ্বর ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। সেখানে পূর্বে থেকে অবস্থান নেয়া মাদক ব্যবসায়ী কুরবান শেখের কাছে থাকা ট্রলি ব্যাগের ভিতরে তল্লাশি করা হয়।

এ সময় তার ব্যাগের ভেতরে ১৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন।

সোনালী/জেআর