ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:৫৪ অপরাহ্ন

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

  • আপডেট: Thursday, August 31, 2023 - 3:00 am

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গড়মাটি এলাকার ডাবলুর ছেলে মাহামুদুল ইসলাম মনন (২১) ও একই উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা আরিয়ান হাসান আবির (২২)।

দু’জনেই উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে সাড়ে ৯টার দিকে আবির ও মনন মোটরসাইকেলে গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলিমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোনালী/জেআর