ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১২:০৬ অপরাহ্ন

চাঁপাইয়ে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা

  • আপডেট: Thursday, August 31, 2023 - 7:55 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানির গতি বাড়াতে ও বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্থানীয় টাউনক্লাব মিলনায়তনে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের যৌথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মালদা মার্চেন্ড চেম্বার অফ কমার্স এর সভাপতি জয়ন্ত কুন্ডু, সাধারণ সম্পাদক উত্তম বসাক, রাজশাহী কাস্টমসের জয়েন্ট কমিশনার হাসনাইন মাহামুদ, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক জামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু প্রমুখ।

সভায় বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিতকরণ, সোনামসজিদ ও মহদিপুর স্থলবন্দরের সমস্যা ও সম্ভাবনা, আমদানি ও রপ্তানিকারকদের জিরো পয়েন্টে পুনরায় মিডটাইম চালুর বিষয় তুলে ধরেন দুদেশের ব্যবসায়ীরা।

সভায় ৩৭ সদস্য বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল, আমদানিকারক, রপ্তানিকারক, সোনামসজিদ ও মহদিপুর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী অংশ নেয়। এর আগে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এর সহধর্মিণী রাজি কুমার ফিতা কেটে নারী উদ্যোক্তা মেলার উদ্বাধন করেন।

সোনালী/জেআর