ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:৫১ অপরাহ্ন

চাঁপাইয়ে সাপের দংশনে প্রাণ গেল ব্যবসায়ীর

  • আপডেট: Monday, August 28, 2023 - 5:19 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের কানসাটে একটি আমের আড়তে সাপের দংশনে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গত রোববার রাতে এ ঘটনা ঘটে। স্বজনের অভিযোগ, সাপে কাটার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসক সময়মতো ভ্যাকসিন না দেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের দাবি, তিনি নিয়মমতো চিকিৎসা দিয়েছেন।

মারা যাওয়া ব্যবসায়ী মহম্মদ আলী (৪০) মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাহী ভরসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সালেক জানান, রোববার রাতে আমের আড়তে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কাটে মহম্মদ আলীকে।

এ সময় স্থানীয়রা তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন না দিয়ে সকালে দেন। পরে রোগীর অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই ব্যবসায়ীর মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান মানিক দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করে বলেন, নিয়ম মেনে তাঁকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়রা খান বলেন, রোগীর স্বজন এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালী/জেআর