ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:২৭ পূর্বাহ্ন

নওগাঁয় মাটির দেয়ালে চাপা পড়ে প্রাণ হারালেন দুই নারী

  • আপডেট: Friday, August 25, 2023 - 9:59 pm

অনলাইন ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়ালে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাদুরী রানী (৬২) ও মিথি রানী (৬৫)। নিহত মিথি রানী ওই গ্রামের অভি দাসের স্ত্রী ও ভাদুড়ী রানী জয় বর্মনের স্ত্রী।

হাতুড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এ সময় হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে গৃহবধূ বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে যাচ্ছিলেন ওই দুই নারী।

পথে শুশিল সাধুর বাড়ির মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিথি রানীর মৃত্যু হয়। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রানীর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালী/জেআর